সভাপতির বাণী

 

 

আসসালামু আলাইকুম,

সিলেট জেলার জকিগঞ্জ উপজেলাধীন ১নং বারহাল ইউনিয়নের পরচক সি এণ্ড বি সড়কের পার্শ্বে অবস্থিত মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়টি জকিগঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ শাব্বির আহমদ।তিনি ০১/০১/১৯৯৫ খ্রীঃ থেকে অত্র বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন । শিক্ষকতার প্রথম থেকেই ছাত্র-ছাত্রী,সহকর্মী ম্যানেজিং কমিটি ও এলাকাবাসী সকলেই তাঁর বন্ধুত্বপূর্ণ আচরণে মুগ্ধ । এর স্বীকৃতি স্বরুপ তাঁকে ০১/০৬/১৯৯৬ খ্রী. থেকে সহকারী প্রধান শিক্ষক ও ১৯/০৮/২০০৯ খ্রী. থেকে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। একই বিদ্যালয়ে সহকারী শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি তাঁর চারিত্রিক দৃঢ়তা,সততা ও সুনামের স্বীকৃতি ।

প্রধান শিক্ষকের দায়িত্ব প্রাপ্তির পর থেকে অত্র বিদ্যালয় উপজেলার মধ্যে জে এস সি ও এস এস সি পরীক্ষায় শ্রেষ্ঠত্ব অর্জন করে আসছে । ২০১৬,২০১৮,২০২২ ও ২০২৩ সালে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিদ্যালয়টি জকিগঞ্জ উপজেলার মধ্যে শ্রেষ্ঠ মাধযমিক বিদ্যালয়ের স্বকৃতি ও তিনি নিজে ২০১৭,২০১৯ ও ২০২২ সালে উপজেলার মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন। বিদ্যালয়ের রেকর্ডপত্র সংরক্ষণ,আসবাব পত্র সংগ্রহ, সংশ্লিষ্ট দপ্তর সমুহের সাথে যোগাযোগ,পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল,শিক্ষক-শিক্ষার্থী সুসম্পর্কের কারণে বিদ্যালয়ে কারো মধ্যে বা কোন পক্ষের সাথে তাঁর কোন বিরোধ নেই ।

আর্থিক শৃংখলার ক্ষেত্রেও তিনি অত্যন্ত সচেতন । সিলেট শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ব্যবস্থাপনা কমিটি বিদ্যমান আছে । উক্ত কমিটি ও আভ্যন্তরীন অডিট কমিটি কর্তৃক নিয়মিত বাজেট প্রনয়ণ ও অডিট করা হয় ।  দায়িত্ব প্রাপ্তির সময় তহবিলে মোট ৯৬,৫৯৫/= টাকা থেকে বর্তমানে উন্নয়ন খাতে প্রায় ৬0 লক্ষ টাকার বেশী খরছ করার পরও প্রায়  আঠার লক্ষ টাকার উপরে জমা তাঁর প্রশাসনিক দক্ষতা ও আর্থিক শৃংখলার প্রকৃষ্ঠ উদাহরণ ।

বিদ্যালয়ের শিক্ষার সংখ্যাগত ও গুণগত মান উন্নয়ন তথা সার্বিক উন্নয়নে ছাত্র শিক্ষক ম্যানেজিং কমিটি, অভিভাবক সমন্বয়ে পঞ্চ-বার্ষিক ও বার্ষিক কর্ম পরিকল্পনা প্রনয়ণ ও যথাযথ বাস্তবায়ন, মেধাবী শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করণে তাদের মা’দের সম্মাননা প্রদান, নিয়মিত অভিভাবক সমাবেশ, শিক্ষকদের বার্ষিক প্রমোদনা পুরষ্কার প্রদান, ক্লাস রুটিন ও পাঠ পরিকল্পনা মাফিক নিয়মিত পাঠদান করা হয় । যার কারণে বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের মধ্যে অত্যন্ত সু-সম্পর্ক বিদ্যমান । এছাড়াও নিয়মিত খেলাধুলা ও পাক্ষিক সহ-পাঠক্রমিক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় ।

সিলেট-জকিগঞ্জ মেইন রোডের পার্শ্বে অত্যন্ত মনোরম প্রাকৃতিক পরিবেশে বিদ্যালয়টি অবস্থিত । প্রতিটি শ্রেণিকক্ষে হোয়াইট বোর্ড ও প্রজেক্টরের মাধ্যমে শিক্ষাদান করা হয় এবং শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক সম্পূর্ণ প্রাইভেট কোচিং মুক্ত জকিগঞ্জ উপজেলার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান এটি । বিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠ রয়েছে ।  এসএসসি ও জেএসসি পরীক্ষায় বিদ্যালয়টি ফলাফলের গুণগত ও সংখ্যাগত মান অক্ষুণ্ন রেখে বিগত ১৬ বছর ধরে উপজেলার মধ্য কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে আসছে । যার জন্য শুধু প্রতিষ্ঠান এলাকায় নয়, গোটা জকিগঞ্জ উপজেলায় বিদ্যালয়ের সুখ্যাতি সর্বজন বিদিত ।

আল্লাহ আমাদের সহায় হউন। আমিন!

সভাপতি